Madhyamik Exam 2024: মাধ্যমিকের পরীক্ষা শেষের আগেই ভাইরাল প্রশ্ন! কোন ফাঁদে জালে দোষীরা-কী শাস্তি?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ ফেব্রুয়ারি ২০২৪
Bengali Exam In Madhyamik 2024:
শুক্রবার ছিল এবারের মাধ্যমিকের প্রথম দিন। প্রথম দিনে ছিল প্রথম ভাষার পরীক্ষা। নজরে পড়ে, বাংলা পরীক্ষার শুরু কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া আসল প্রশ্নপত্রের সঙ্গে সেই ভাইরাল প্রশ্নপত্র মেলানো হয়। দেখা যায় একেবারে প্রশ্ন হুবহু মিলে গিয়েছে। অর্থাৎ, আসল প্রশ্নপত্রের ছবিই তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে কেউ বা কারা। প্রশ্ন ওঠে পর্ষদের কড়াকড়ি ও প্রশাসনিক নিরাপত্তা নিয়ে।