Digha: দিঘার কাছেই সোনালী এক ইতিহাস সৃষ্টির পথে! যুগান্তকারী পদক্ষেপ আর মাত্র কয়েকদিনেই
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ ফেব্রুয়ারি ২০২৪
Digha:
দিঘার কাছেই এক নতুন ইতিহাস তৈরির পথে। সাধারণত পড়শি রাজ্য ওড়িশাকেই (Odisha) এই ধরণের তৎপরতার জন্য বেছে নেয় ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO)। তবে এবার কেন্দ্রীয় এই সংস্থা বেছে নিয়েছে বাংলার উপকূলকেই। দিঘার (Digha) খুব কাছেই আর মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটতে চলেছে যুগান্তকারী এক ঘটনা।