• যশস্বীর অর্ধশতরান, প্রথম সেশনে দু'উইকেট হারাল ভারত
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবারও সফল যশস্বী জয়েসওয়াল। হায়দরাবাদে শতরানের পর বিশাখাপত্তনামেও পৌঁছে গেলেন অর্ধশতরানে।‌ মধ্যাহ্নভোজের বিরতিতে ৯২ বলে ৫১ রানে অপরাজিত যশস্বী। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (৪)। প্রথম সেশনে ৩১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ভারতের রান ১০৩। যশস্বী-শ্রেয়সের জুটির ওপর অনেক কিছু নির্ভর করছে। তারপর আছেন নবাগত রজত পাতিদার। প্রথম টেস্টে রান পেলেও কোনও ভরসা নেই শ্রীকর ভরতের। রবীন্দ্র জাদেজা না থাকায় লোয়ার অর্ডারে রান করার সেইভাবে কেউ নেই। নির্ভর করতে হবে অক্ষর, অশ্বিনের ওপর। তাই প্রথম ইনিংসে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিতে লম্বা ইনিংস খেলতে হবে যশস্বীকে। শুক্রবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। অপেক্ষা আরও দীর্ঘায়িত হল শাহবাজ খানের। কেএল রাহুলের জায়গায় দ্বিতীয় টেস্টে সুযোগ পান রজত পাতিদার। রবীন্দ্র জাদেজার জায়গায় স্বাভাবিক ভাবেই দলে ফেরেন অক্ষর প্যাটেল। ফেভারিট হিসেবে শুরু করেও প্রথম টেস্ট হারায় এদিন অতি সতর্কতার মোড়কে শুরু করে ভারত। একটা সময় ১৭ ওভারে ৪০ রান ছিল দলের। ক্রিজে রোহিত শর্মা, যশস্বী জয়েসওয়াল থাকাকালীন যা কখনই ভাবা যায় না। সাধারণত দু"জনেই আক্রমনাত্মক ব্যাটার। যেকোনও ফরম্যাটেই। কিন্তু এদিন কেউই কোনও ঝুঁকি নিতে চায়নি। বিশেষ করে রোহিত। তবে বেশিক্ষণ উইকেট অক্ষত রাখতে পারেননি ভারতের নেতা। নবাগত শোয়েব বশিরের বলে পোপের হাতে ধরা পড়েন। ৪১ বলে ১৪ রান করে আউট হন রোহিত। অভিষেকেই উইকেট বশিরের। ওয়ান ডাউনে নেমে এদিন যথেষ্ট সাবলীল দেখায় শুভমন গিলকে। পরপর ব্যর্থতায় গত কয়েকদিন সমালোচনায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন তরুণ ক্রিকেটার। কিন্তু এদিন ইতিবাচক মেজাজেই শুরু করেন। ক্রিজে নেমেই দ্রুত রান তোলার দিকে ঝোঁকেন গিল। যতক্ষণ উইকেটে ছিলেন, একদিনের মেজাজেই খেলেন। কিন্তু আবার সেই অ্যান্ডারসনের কাছেই আত্মসমর্পণ। এই নিয়ে পঞ্চমবার ইংল্যান্ডের অভিজ্ঞ পেসারের বলে আউট হলেন। ৫টি চারের সাহায্যে ৪৬ বলে ৩৪ রান করে স্লিপে ধরা পড়েন গিল। অন্যদিকে আরও একটি ভাল শুরু যশস্বীর। প্রথম টেস্টে শতরান হাতছাড়া হয়েছে। যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন বাঁ হাতি। মধ্যাহ্নভোজের আগেই অর্ধশতরানে পৌঁছে যান। ৯২ বলে ৫১ রানে অপরাজিত যশস্বী। ইনিংসে রয়েছে ১টি ছয়, ৬টি চার। চার নম্বরে নেমে ৪ রানে অপরাজিত শ্রেয়স আইয়ার। 
  • Link to this news (আজকাল)