• দিল্লির স্কুলে বোমাতঙ্ক, মিলল না কিছুই
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির একটি স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছে হুমকি ফোন আসে। বলা হয়, বোমা দিয়ে স্কুল উড়িয়ে দেওয়া হবে। স্কুলেই রাখা আছে বোমা। সকালে স্কুল খুলতেই এমন হুমকি ফোন আসতেই স্কুলে হুলস্থুল পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। ঘটনাটি আরকে পুরম এলাকার। হুমকি ফোন পাওয়ার পরই পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের তড়িঘড়ি স্কুল থেকে বার করে দেওয়া হয়। পুলিশ এসে তল্লাশি শুরু করে। আসে বম্ব স্কোয়াডও। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ১০টা নাগাদ একটি হুমকি ফোন আসে। সেই ফোন পাওয়ার পরই স্কুলে শোরগোল পড়ে যায়। প্রায় দু’ঘণ্টা ধরে স্কুলে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোনও কিছুই মেলেনি বলে দাবি তাদের। কোথা থেকে ফোনটি এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও দিল্লির একাধিক স্কুলে বেশ কয়েক বার বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। কিন্তু কোনও ক্ষেত্রেই বোমা বা বিস্ফোরক কিছু মেলেনি।  
  • Link to this news (আজকাল)