• ৫ দিনের ইডি হেফাজতে হেমন্ত সোরেন
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আদালত জানিয়ে দিল, ৫ দিনের ইডি হেফাজতে থাকবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে গিয়েছিলেন হেমন্ত সোরেন। তাঁর মামলা শোনার জন্য বিশেষ বেঞ্চ গঠিত হয়েছিল শীর্ষ আদালতে। তবে শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এখনই সোরেন মামলায় হস্তক্ষেপ নয় শীর্ষ আদালতের। তাঁকে হাই কোর্টেই আবেদন জানাতে বলা হয়েছে। বেলা বাড়ার সঙ্গেই জানা গেল, আদালত নির্দেশ দিয়েছে ৫ দিনের ইডি হেফাজতের। জমি দুর্নীতি মামলায় লম্বা জিজ্ঞাসাবাদের পর, বুধবার রাতে গ্রেপ্তার করা হয় তাঁকে। তার আগে দিন কয়েক হেমন্তের খোঁজ নেই বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বারীতে তল্লাশি ছালিয়ে কয়েক লক্ষ টাকা এবং গাড়ি বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার হেমন্তের দলীয় বৈঠকের পর, বুধবার তাঁর বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। লম্বা জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে গ্রেপ্তার করা হয় হেমন্ত সোরেনকে। তার আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। অন্যদিকে শুক্রবার বেলা ১২টার কিছু পরেই ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন চম্পাই সোরেন।
  • Link to this news (আজকাল)