• রামমন্দিরে প্রণামী ১১কোটি
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। তারপরের দিন থেকেই ভক্তদের ঢল মন্দির চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ, প্রশাসন। উদ্বোধনের সময় থেকেই দিনে দিনে তরতরিয়ে বাড়ছিল প্রণামী। চেক, অনলাইন, ইউপিআই, নগদে প্রণামী দিচ্ছিলেন ভক্তরা। সমীক্ষা বলছে, মন্দিরে সাধারণের প্রবেশের অনুমতির পর থেকে এখনও পর্যন্ত সেখানে ২৫ লক্ষ ভক্ত সমাগম হয়েছে, এবং এখনও পর্যন্ত মোট ১১কোটি প্রণামী জমা পড়েছে মন্দির কর্তৃপক্ষের কাছে। কিছু মানুষ নগদ দিয়েছেন প্রণামী বাক্সে। কিছু মানুষ অনলাইনে দিয়েছেন, কেউ বা দিয়েছেন চেকে। হিসেব বলছে ১১ কোটির মধ্যে ৮ কোটি টাকা নগদ প্রণামী বাক্সে জমা দিয়েছেন ভক্তরা। মনে করা হচ্ছে, শীতের দাপট উত্তর ভারতে আর একটু কমলে, রামমন্দিরে বাড়বে ভক্ত সমাগম। মন্দিরের গর্ভগৃহ, রাম লালার ঘর সহ ভক্তদের যাতায়াতের পথে মোট ৪ জায়গায় প্রণামী বাক্স রয়েছে। ডিজিটাল ব্যবস্থার জন্য ১০টি কম্পিউটারাইজড কাউন্টার রয়েছে সেখানে, যার মাধ্যমে ভক্তরা প্রণামী জমা দিচ্ছেন। প্রতিদিন সন্ধে বেলা প্রণামীর পরিমাণ গণনা করা হয় বলে জানা গিয়েছে। সমগ্র গণনা প্রক্রিয়া সম্পন্ন হয় সিসিটিভির নিচে।
  • Link to this news (আজকাল)