• সংসদে বিজেপির রণকৌশল নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সংসদে আগামীদিনে বিজেপির কৌশল নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই অন্তবর্তী বাজেট পেশ করেছে বিজেপি। তবে এবার সংসদে বিরোধীদের প্রশ্নের জবাব কোন কায়দায় দেওয়া হবে তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গাডকারি এবং কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। বৈঠকে স্থির হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ নিয়ে আগামী লোকসভা নির্বাচনে পৃথক রণকৌশল নেবে বিজেপি। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল-মে মাসেই লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি শিবির। ইতিমধ্যেই অন্তবর্তী বাজেট নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি বলেন, বাজেটে গরিবদের কথা মনে রাখা হয়নি। ধনীদের আরও ধনী হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)