• মাধ্যমিক দিতে গিয়ে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: টেস্ট পরীক্ষায় পাশ করতে না পেরে হাল ছাড়েনি। অন্য ছাত্রের এডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার চেষ্টা। হাতেনাতে ধরা পড়ল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলে। উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র দশম শ্রেনীর টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি। স্বাভাবিক কারণে তার এডমিট কার্ডও হয়নি। জানা গেছে, নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র। অথচ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা দিতে স্কুলে হাজির হয় সে। যে এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায়, তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল। ফলে এডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের।এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপিঠে খবর দেওয়া হয়। বিষয়টি জানানো হয় পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও। এর পরেই ভদ্রকালী স্কুলে এসে আধিকারিকরা ছাত্রের সঙ্গে কথা বলেন। এডমিট কার্ড পরীক্ষা করে দেখে তা ভুয়ো বুঝতে পারেন। তার পর ছাত্রকে আর পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেছেন, ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। ওর এডমিট কার্ড আসল ছিলো না। স্বাভাবিক ভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা নয়। তাই ওকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানিয়েছেন,ওই ছাত্র টেস্টে পাশ করেনি। তাই ওকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)