• ‌মাধ্যমিক পরীক্ষার্থী বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনা, মৃত দাদা...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মাধ্যমিক পরীক্ষার্থী বোনকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দাদা। জখম হয়েছে পরীক্ষার্থীর দিদি। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামের কাছে বলগোনা গুসকরা সড়কপথে। পুলিশ সূত্রে খবর মৃতের নাম অরিজিৎ ঘোষ (২১)। বাড়ি ভাতারের বেরোয়া গ্রামে। যুবকের ছোট বোন স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। এরুয়ার উচ্চ বিদ্যালয়ে পড়েছিল তাঁর সিট। শুক্রবার সকালে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে একটি মারুতি গাড়িতে চড়ে স্মৃতি পরীক্ষা দিতে যাচ্ছিল। মারুতির পিছনে বাইকে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন স্মৃতির খুড়তুতো দাদা অরিজিৎ। বাইকে ছিল স্মৃতির দিদি রিক্তা ঘোষ। সকালে ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পড়ে অরিজিতের বাইক। উল্টোদিক থেকে আসা একটি গাড়ি বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিতের। রিক্তা গুরুতর জখম। তাঁকে উদ্ধার করে বর্ধমানে চিকিৎসায় পাঠানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)