• ‌কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্না শুরু মমতার ...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রের লাগাতার বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন রেড রোডে পৌঁছে প্রথমে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি। তার পর চলে যান মঞ্চে।শুক্র ও শনিবার ধর্না মঞ্চে থাকবেন মমতা। মমতা এদিন ধর্না মঞ্চে আসেন কালো পাড় সাদা শাড়ি পড়ে। গায়ে কালো শাল। ধর্না মঞ্চে মমতার পাশে যাঁরা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই কালো পোশাক পরে এসেছেন। মঞ্চে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা। রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমাররা। প্রায় একবছর আগে গত বছরের মার্চ মাসে একই জায়গায় ধর্নায় বসেছিলেন মমতা। এবারও বসলেন ১০০ দিনের কাজের বকেয়া, আবাস যোজনার টাকার দাবিতে। প্রসঙ্গত, কেন্দ্রকে সাত দিনের সময়সীমা দিয়েছিলেন মমতা। তার মধ্যে সদুত্তর না পাওয়ায় বকেয়ার দাবিতে ধর্না শুরু করলেন মমতা। এদিকে ধর্নামঞ্চ থেকে প্রশাসনিক কাজও সামলাবেন মমতা। মঞ্চের পেছনে তৈরি করা হয়েছে ছোট মুখ্যমন্ত্রী সচিবালয়। পূর্ব ও পশ্চিম বর্ধমান নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করবেন মমতা। মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে মাইক বাজানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেছে তৃণমূল নেতৃত্ব। যদিও রেড রোডের সামনে কোনও স্কুল নেই। তবুও সতর্ক থাকতে চাইছে নেতৃত্ব। 
  • Link to this news (আজকাল)