• আজ থেকে রেড রোডে ধর্নায় মমতা
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবারেই ঘোষণা করেছিলেন, আর সেই মতো শুক্রবার রেড রোদে ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে এর আগেও বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। আন্দোলনের সুর বাংলা ছাড়িয়ে গিয়েছিল দিল্লিতেও। সোমবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠআনে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, ‘১০০ দিনের বকেয়া টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব’। শুক্রবার থেকেই শুরু হচ্ছে ধর্না। টানা ৪৮ ঘন্টা চলবে তাঁর এই ধর্না কর্মসূচি। মঞ্চ তৈরি প্রস্তুত রেড রোডে। জানা গিয়েছে, ধর্নাস্থলে বসেই তিনি অন্যান্য কাজের দেখভালও করবেন। রয়েছে বৈঠক এবং আলোচনা কর্মসূচিও। পূর্ব ও পশ্চিম বর্ধমানের নেতাদের সঙ্গে তিনি সাংগঠনিক বৈঠকও করবেন। তবে মাধ্যমিক পরীক্ষা চলার জন্য, এই ধর্না মঞ্চের কর্মসূচিতে ব্যবহার করা হবে না মাইক। লোকসভা ভোটের আগে খোদ দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধর্নায় বসাকে যথেষ্ট তাতপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ৪৮ ঘন্টা পর বকেয়ার দাবিতে এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের অন্য নেতৃত্বরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ধর্না অবস্থানের কারণে চাকরিপ্রার্থীদের তিনদিন অবস্থান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)