• ‌চলছে বাড়তি বাস, শুরু হল মাধ্যমিক
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক উপলক্ষে চালু হয়েছে বিশেষ বাস পরিষেবাও। তবে ভাড়া নেওয়া হচ্ছে না পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসেও বিনা ভাড়ায় যাতায়াত করছেন পরীক্ষার্থীরা। এবার পরীক্ষার সময় এগিয়ে সকাল ১০টা করা হয়েছে। আর তাই বিশেষ বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে গিয়েছে। অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি বাস চলছে। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। অন্যান্য দিন নির্দিষ্ট বাস স্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। শুক্রবার সকাল থেকে তা চলছে পাঁচ মিনিটের ব্যবধানে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে শুক্রবার থেকে জেলায় জেলায় সাড়ে তিন হাজার বাস চালাচ্ছে। এদিন মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে নিরাপত্তা খতিয়ে দেখতে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুল ও পদ্মপুকুর ইনস্টিটিউশন পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরীক্ষার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল ও চকোলেট। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার রাজপুর বিদ্যানিধি হাইস্কুলে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের গোলাপ, পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র। মেদিনীপুর শহরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ফুল এবং পেন দেওয়া হয়। পুরসভার প্রতিনিধিরা পরীক্ষাকেন্দ্রগুলি ঘুরে দেখছেন। প্রসঙ্গত, এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। 
  • Link to this news (আজকাল)