• পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে পরীক্ষাকেন্দ্রের নিয়ম ভেঙে বিতর্কে শাসক দল
    ২৪ ঘন্টা | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে নিয়ম ভেঙে বিতর্কের মুখে তৃণমূল পঞ্চায়েত প্রধান, জেলা সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনার সমালোচনায় সরব বিরোধীরা।পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছাবার্তা জানাতে পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারির ভেতর ঢুকে যান জেলার মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্য ও কাঁকসার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা। সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

    সমালোচনায় সরব হয়ে বিজেপি মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারির ভেতর ঢুকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যাচ্ছে পরীক্ষার্থীদের প্রভাবিত করার জন্য। যদি শুভেচ্ছা জানাতেই হয় তাহলে ঘরে গিয়ে করুক না’।সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘সারাবছর বিতরণ করছে তাতেও হচ্ছে না। পরীক্ষা কেন্দ্রের ভেতর ঢুকে যাচ্ছে মহিলা তৃণমূল কর্মীরা। পুলিস আর বিদ্যালয় কর্তৃপক্ষ কী করছিল? সাধারণ লোক কী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে? কিন্তু তৃণমূলের নেতারা কী করে ঢুকে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রের ভেতর’।যদিও জেলা মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্য বলেন, ‘তৃণমূল সবসময় মানুষের কাজ করে থাকে। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় এবং তারা যাতে সুষ্ঠভাবে পরীক্ষা দিতে পারে সেইজন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছি। বিরোধীরা ভালো কাজ কিছু করেনা শুধু বিতর্কে খুঁজে বেড়ায়’।কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল নন্দী বলেন, ‘আমরা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে বসানোর কাজে ব্যস্ত ছিলাম। তবে যারা ঢুকেছিল তাদের সচেতন হওয়া দরকার, এছাড়াও পুলিস প্রশাসনেরও একটু নজর দেওয়া দরকার ছিল’। 
  • Link to this news (২৪ ঘন্টা)