• যথাবিহিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বেলুড়ে উদযাপিত স্বামীজির জন্মতিথি
    ২৪ ঘন্টা | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেলুড় মঠে আজ, শুক্রবার যথাযথ মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব। এ বছর ১৬২ তম জন্মতিথি স্বামীজির।

    চিরাচরিত প্রথা-রীতি মেনেই যথোচিত ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে আজ বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মতিথি উৎসব। ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিন। ওই দিনটিও যথোচিত মর্যাদায় পালিত হয়েছে দেশে। দিনটি ভারত সরকার জাতীয় যুবদিবস হিসেবে পালন করে। রামকৃষ্ণ মঠ মিশনেও দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে ওই দিনটিতে আলাদা করে স্বামীজির বিশেষ পুজো হয় না রামকৃষ্ণ মঠ মিশনে। যেহেতু মঠ মূলত তিথিকেই প্রাধান্য দেয়। সেই নিয়মেই স্বামীজির জন্মদিনটি অতিবাহিত হলেও আজ ২ ফেব্রুয়ারি স্বামীজির জন্মতিথি।বরাবরের প্রথা অনুযায়ী আজ ভোরে বেলুড় মঠের মূল মন্দিরে, শ্রীরামকৃষ্ণমন্দিরে মঙ্গলারতি দিয়ে শুরু হয় দিনের পূজার্চনা। পরে গঙ্গাতীরে স্বামীজীর মন্দিরেও হয় বিশেষ পূজা। পরে বৈদিক মন্ত্র উচ্চারণ, প্রভাতী বন্দনা, বিশেষ পূজা, হোম ইত্যাদি অনুষ্ঠান হয় স্বামীজীর মন্দিরে। বরাবর যেমন হয়ে থাকে তেমনই বেলুড় মঠ চত্বরে আজ নির্মিত হয়েছে এক বিশাল আকারের বিশেষ মণ্ডপ ও মঞ্চ। সেখানে আজ সারাদিনই চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান। চলবে গীতি-আলেখ্য, বৈদিক সংগীত, স্বামীজীর জীবন ও তাঁর দর্শন এবং সাধন-ভজন নিয়ে মনোজ্ঞ আলোচনা। বিকেলে এখানেই থাকছে ধর্মসভা।
  • Link to this news (২৪ ঘন্টা)