Karan Singh Grover: মেয়ের হার্টে ফুটো, একরত্তির লড়াই দেখেই তাঁকে ‘দেবী’ মনে হয়েছিল বাবা করণের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Karan Singh-Devi:
মেয়ের হার্টে ফুটো। বিপাশা এর আগেও শেয়ার করেছিলেন সেকথা। জন্মাবার পরই জানতে পেরেছিলেন, যে মেয়ে দেবী সম্পূর্ন সুস্থ নয়। কয়েকদিনের বাচ্চাকে নিয়ে চিকিৎসকের দরজায় হাজির হয়েছিলেন। তিন মাস বয়সে হয়েছিল অস্ত্রোপচার।