• যশস্বীর দাপুটে শতরান, একাই টানছেন ভারতকে
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি। অভিষেক টেস্টের পর আবার শতরান যশস্বী জয়েসওয়ালের। বিদেশের পর এবার দেশের মাটিতে একশো। চায়ের বিরতিতে ১৮৫ বলে ১২৫ রানে অপরাজিত যশস্বী। ইনিংসে রয়েছে ৩টি ছয়, ১৪টি চার। ৩ উইকেটে ভারতের রান ২২৫। দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ১২২ রান যোগ করে ভারত। হায়দরাবাদ টেস্টের ভুল এবার করেননি। সেখান থেকে শিক্ষা নিয়ে বিষাখাপত্তনামে শতরান যশস্বী জয়েসওয়ালের।‌ ১৫১ বলে একশোয় পৌঁছে যান। টেস্টে দ্বিতীয় শতরান। একশো করা মাত্র ব্যাট তুলে হেলমেটে চুম্বন করেন। তারপর দু"হাত শূন্যে ছুড়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান। গতবছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করেছিলেন। তারপর বেশ কয়েকবার কাছাকাছি পৌঁছলেও হাতছাড়া হয়। কিন্তু ভারতের পয়া মাঠে আরও একবার নিজের জাত চেনালেন যশস্বী। ৩টি ছয়, ১১টি চারের সাহায্যে পৌঁছে যান সেঞ্চুরিতে। ড্রিঙ্কসের পরপরই শতরান তুলে নেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১০৩। ৯২ বল খেলে ৫১ রানে অপরাজিত ছিলেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় সেশন শুধুই যশস্বীর। শুরুটা সতর্কতার সঙ্গে করলেও ব্যক্তিগত ১৪ রানে রোহিত ফিরে যাওয়ার পর খোলস ছেড়ে বেরোন। অন্য প্রান্তে শুভমন গিলও সাবলীল থাকায় কিছুটা সুবিধা হয় যশস্বীর। কিন্তু দ্বিতীয় উইকেটে ৪৯ রান যোগ করে ফিরে যান গিল। তারপর তাঁকে কিছুটা সঙ্গ দেন শ্রেয়স আইয়ার। কিন্তু আবার সেট হয়েও আউট হলেন। ৫৯ বলে ২৭ রান করে ফিরে যান শ্রেয়স।‌ অভিষেক টেস্টে শুরুটা ভালই করেন রজত পাতিদার। চা-পানের বিরতিতে ২৩ রানে অপরাজিত তিনি। উইকেটের অন্য প্রান্তে ১২৫ রানে ব্যাট করছেন যশস্বী। একাই ভারতকে টানছেন তরুণ ওপেনার। 
  • Link to this news (আজকাল)