• সুন্দরবনে অস্ত্রসহ গ্রেপ্তার দুই বাংলাদেশি জলদস্যু
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবারও বড়সড় সাফল্য পেল সুন্দরবন টাইগার রিজার্ভ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জের চাঁদখালী বিটের টু কম্পার্টমেন্ট এলাকা থেকে সাতজনের একটি বাংলাদেশি জলদস্যুর দলকে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করে। বাকি পাঁচজন পলাতক, যদিও তাদের খোঁজ চলছে এমনটাই জানিয়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভের রেঞ্জার স্বপন কুমার মাঝি। ধৃত দুই বাংলাদেশির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নকল বন্দুক, ছয়টি কাটারি, একটি হরিণের শিং, সাতটি মোবাইল, বাংলাদেশি সিম কার্ড সহ নগদ ৫৫০ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া বাংলাদেশি এবং নেপালি মুদ্রা। সূত্রের খবর, একজনের বাড়ি বাংলাদেশের বরিশাল ও একজনের বাড়ি সাতক্ষীরা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে ওয়াইল্ডলাইফ প্রটেকশন অ্যাক্ট ১৯৭২ ও ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ১৯২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
  • Link to this news (আজকাল)