• রাহুল গান্ধীকে ছানাবড়া খাওয়ানোর 'হ্যাটট্রিক' বহরমপুরের মিষ্টি বিক্রেতার ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীকে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানাবড়া খাওয়ানোর হ্যাটট্রিক করলেন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের এক মিষ্টি ব্যবসায়ী।  ২০০৯ এবং ২০১৪ সালে বহরমপুরে লোকসভা নির্বাচনে প্রচারে এসে অধীর চৌধুরীর সৌজন্যে বহরমপুরের প্রসিদ্ধ মিষ্টি বিক্রেতা অরুণ দাসের দোকানে গিয়ে ছানাবড়া খেয়েছিলেন দেশের রাজনীতির অন্যতম বড় "আইকন" তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলায় রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা" ঢোকার পর থেকেই অরুণবাবু অপেক্ষা করছিলেন কখন রাহুল গান্ধী তার দোকানে ছানাবড়া খাওয়ার জন্য আসবেন। দিন গড়িয়ে রাত হয়ে গেলেও এবার আর অরুণবাবুর দোকানে ছানাবড়া খাওয়ার জন্য আলাদা করে সময় বার করতে পারেননি রাহুল গান্ধী।  মানুষের জনজোয়ার পথ রুদ্ধ হয়ে যাওয়ার জন্য রাহুলের ন্যায় যাত্রা গত কাল বহরমপুর শহরে বেশ কিছুটা দেরিতে প্রবেশ করে।  অরুণবাবুর দোকানের সামনে দিয়ে হাত নাড়তে নাড়তে বেরিয়ে যান রাহুল গান্ধী।  তবে রাহুল গান্ধীকে ছানাবড়া খাওয়ানোর আশা ছাড়তে রাজি হননি অরুণবাবু। নিজে হাতে বহু যত্নে তৈরি করা প্রায় ১০ কেজি ওজনের ছানাবড়া রাহুল গান্ধীকে খাওয়ানোর আবদার জানিয়ে শুক্রবার কাক ভোরে ফোন করে বসেন এক পরিচিত কংগ্রেস নেতাকে। তারপর সেই নেতার নির্দেশ মত তিনি একটি ১০ কেজি ওজনের ছানাবড়া এবং আরও কিছু মিষ্টি নিয়ে পৌঁছে যান কান্দির গোকর্ণ এলাকাতে।সেখানে তখন রাহুল গান্ধীকে এক ঝলক দেখার জন্য অগণিত মানুষের ভিড়। নিরাপত্তারক্ষীরা সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। তবে তারই মধ্যে কোনওক্রমে রাহুল গান্ধীর হাতে অরুণবাবু তুলে দিয়েছেন মুর্শিদাবাদের বিখ্যাত ছানাবড়া। অরুণবাবু বলেন,"আজ আমি রাহুল গান্ধীকে ছানাবড়া খাওয়ানোর হ্যাটট্রিক করলাম। গতকাল উনার যাত্রাতে খুব ভিড় হওয়ার জন্য আমার দোকানে আসতে পারেননি। রাহুল গান্ধীর জন্য আমি একটি ১০ কেজি ওজনের ছানাবড়া তৈরি করেছিলাম। কিন্তু অতবড় ছানাবড়া তিনি খেতে পারবেন কিনা আমি নিশ্চিত ছিলাম না। উনি হয়তো ওই ছানাবড়া সাধারণ মানুষের মধ্যে বিলিয়েও দিতে পারেন। তাই উনি যাতে খেতে পারেন সে কারণে বিশেষভাবে তৈরি আরও কিছু ছোট ছানাবড়া আমি তাঁর হাতে তুলে দিয়েছি।"
  • Link to this news (আজকাল)