• হেমন্ত সোরেনের গ্রেপ্তারির নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জমি দুর্নীতিতে আর্থিক তছরূপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ৫ দিনের ইডি হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে। বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, হেমন্ত সোরেনের মতো ভালো একজন আদিবাসী নেতাকে এভাবে গ্রেপ্তারির কড়া নিন্দা জানাচ্ছেন তিনি। নির্বাচিত সরকারকে ফেলার জন্য এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গভীর ষড়যন্ত্র। উনি আমার ঘনিষ্ঠ বন্ধু। এই মুহূর্তে তাঁর পাশে দাঁড়াতে আমি বদ্ধপরিকর, গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে।প্রসঙ্গত, জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় বুধবার রাতে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির পরের দিনই জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হেমন্ত। মামলা শোনার জন্য বিশেষ বেঞ্চ গঠিত হয়। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এখনই সোরেন মামলায় হস্তক্ষেপ করা হবে না। তাঁকে হাই কোর্টেই আবেদন জানাতে বলা হয়। রাঁচি হাই কোর্টে জামিনের আবেদন করার আগেই তাঁকে ৫ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত।  
  • Link to this news (আজকাল)