• মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চের উল্টোদিকে অবস্থানের দাবি, সেনাবাহিনীকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্না মঞ্চের উল্টোদিকে বিক্ষোভ করতে চেয়ে সেনাবাহিনীকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের। ৩৭২ দিনে পা দিল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ। ১৪ দিন ধরে চলছে লাগাতার অনশন। ৩০৭ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রসাশনের তরফে কোনও আশ্বাস দেওয়া হয়নি। তাই এবার বিক্ষোভের আঁচ বাড়াতে সেনাকে চিঠি সরকারি কর্মীদের। বকেয়া মহার্ঘ্য ভাতা সহ স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি জানিয়ে শহীদ মিনারের সামনে ৩৭২ দিন ধরে বিক্ষোভ সরকারি কর্মীদের। ৫০০ মিটার দূরেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ৪৮ ঘণ্টা ধর্নার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ও দলীয় কাজকর্ম চালানোর জন্য ধর্না মঞ্চের পাশে আলাদা ব্যবস্থা থাকছে। ধর্না কর্মসূচির যাবতীয় প্রস্তুতির দায়িত্বে রয়েছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। মাধ্যমিক পরীক্ষার্থীদের যেন কোনওরকম অসুবিধে না হয় সেই দিকেও নজর রাখা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভিডিয়ো বার্তায় রাজ্যপাল জানিয়েছেন, বাংলার মানুষের বকেয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রেড রোডের পাশে আম্বেদকর মূর্তির উল্টোদিকে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে সেনাকে আবেদন পত্র দেওয়া হয়েছে। তবে সেনার পক্ষ থেকে এখনও কোনও উত্তর মেলেনি।
  • Link to this news (আজকাল)