ব্যাগ-চটি হাতে সেন্টারে মাধ্যমিক পরীক্ষার্থীরা, মন্ত্রীর দশা আরও সঙ্গীন! কারণ জানেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
পথের হতশ্রী দশার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে নাজেহাল মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীরা। কাদায় ডোবা রাস্তায় পদে-পদে হড়কে পড়ার ভয়। পরীক্ষার্থীদের পাশাপাশি জুতো হাতে রাস্তা পার অভিভাবকদেরও। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নার (Raina) কুকুরা অনিলাবালা উচ্চ বিদ্যালয় চত্বরের এই ছবি সামনে আসায় জোরদার চর্চা শুরু। অন্যদিকে, রায়নারই পলাশন গ্রামে বেহাল রাস্তার জেরে গাড়ি ছেড়ে টোটোয়-হেঁটে রাজ্যের মন্ত্রী পৌঁছোলেন মাসির বাড়ি।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)