বিদায়ের পথে শীত? অন্তত গত কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি দেখে অনেকে এটাই মনে করছেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শহর থেকে জেলা, সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির জেরেই পারদ চড়ছে। শীতের আমেজ আরও ফিকে হচ্ছে। শুক্রবারের পর শনিবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে বৃষ্টির পালা চুকবে কবে? শীতের ঘুরে দাঁড়ানোর কি কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।