• Yashasvi Jaiswal double-century: চার-ছক্কায় একাই ২০০! গিল-শ্রেয়সদের ব্যর্থতার মঞ্চে আতশবাজি গড়া ইতিহাস যশস্বীর, কুর্নিশ দুনিয়ার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • Yashasvi Jaiswal against England double-century

    : ভাইজ্যাগ টেস্টের দ্বিতীয় দিনের প্ৰথম সেশনেই ইতিহাস গড়ে ফেললেন যশস্বী জয়সোয়াল। একেবারে দ্বিশতরান করে থামলেন সুপারস্টার। ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই প্ৰথম দিন তিনটে সেশন ব্যাট করে ১৭৯ রানে অপরাজিত ছিলেন যশস্বী। আর শনিবার খেলা শুরু হওয়ার ৪০ মিনিটের মধ্যেই বাকি ২১ করে ইতিহাস গড়লেন যশস্বী। ২৭৭ বলে এল তারকার দ্বিশতরান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)