মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলের নেতাকে থানার ভিতরেই গুলি করে খুনের চেষ্টা বিজেপি বিধায়কের। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিজেপি বিধায়ক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।