IND vs ENG 2nd Test: দিন শেষেই আম্পায়ারের ওপর চড়াও অশ্বিন! বেনজির বিতর্কে দগ্ধ ভাইজ্যাগ টেস্ট
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Ravichandran Ashwin fight with umpire Marais Erasmus:
ফের গনগনে মেজাজে ধরা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে দিনের শেষে জড়িয়ে পড়লেন আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে। প্ৰথম দিনে বেশ ভারসাম্যযুক্ত খেলার সাক্ষী থেকেছে বিশাখাপত্তনম। ভারতের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ফের একবার ব্যর্থ হয়েছে। গিল, শ্রেয়স আইয়ার কেউই বড় স্কোর করতে পারেননি। রোহিত শিকার হয়েছেন অভিষেককারী ইংরেজ স্পিনার শোয়েব বশিরের অফ স্পিনে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)