• MLA ‘poaching case’: ইডির পর ‘শাহী পুলিশের’ র‍্যাডারে কেজরিওয়াল, দুয়ারে ক্রাইম ব্রাঞ্চ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • ইডির পর এবার অমিত শাহের পুলিশ। বড় বিপাকে কেজরিওয়াল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ-এর আধিকারিকরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছেছে। তবে নিরাপত্তাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। সূত্র অনুসারে, সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি নেতারা অভিযোগ করেছিলেন যে বিজেপি দিল্লিতে অপারেশন লোটাস-২ চালানোর চেষ্টা করছে এবং ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকা ঘুষ দিয়ে দিল্লি সরকারের ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এই অভিযোগের তদন্তের জন্য দিল্লি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চকে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)