• ‌ বদলা নিতে ইরাক–সিরিয়ার ৮৫ ঘাঁটিতে এয়ারস্ট্রাইক আমেরিকার ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইরাক ও সিরিয়ায় এয়ারস্ট্রাইক শুরু আমেরিকার। মার্কিন সেনা জানিয়েছে, ইরানিয়ান ফোর্স ও তেহরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত সপ্তাহের রবিবারই জর্ডনের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চলে। ওই হামলায় তিনজন মার্কিন সেনা মারা যান। তার পাল্টা জবাব দিতে শুরু করেছে আমেরিকা। প্রসঙ্গত, রবিবার জর্ডনের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চলে। ইরান সমর্থিত একটি জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছিল। পরবর্তী হামলা চললে পরিণাম ভয়ঙ্কর হবে, এই সতর্কবার্তা আগেই দিয়েছিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বিবৃতিতে বলেন, ‘‌আমাদের জবাব দেওয়া শুরু হল।’‌ মিলিশিয়া গোষ্ঠীগুলির অন্তর্গত ৮৫টিরও বেশি ইরানি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। বিশেষ করে ইরানের কুর্দস বাহিনীকে নিশানা করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের তরফে জানানো হয়েছে, ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস কুদস ফোর্সকে আক্রমণ করা হয়েছে। লং রেঞ্জ বম্বার যুদ্ধবিমান পাঠানো হয়েছে। জানা গেছে, ৩০ মিনিট ধরে এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। বি–১ বম্বার যুদ্ধবিমান পাঠানো হয়েছে। সিরিয়ার একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, মার্কিন হানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যাও বহু। পেন্টাগন সূত্রে খবর, এয়ারস্টাইকে সিরিয়ায় অন্তত ১৮ জন জঙ্গি মারা গেছে। 
  • Link to this news (আজকাল)