• ৮ মাস পর মুক্তি পেল গুপ্তচর সন্দেহে বন্দি থাকা পায়রা
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুপ্তচর সন্দেহে আট মাস পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছে একটি পায়রা। চীনের গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত সন্দেহে এই পায়রাটিকে একটি বন্দর থেকে আটক করে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার ‘পিপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ নামক একটি সংগঠনের হস্তক্ষেপে পায়রাটিকে মুক্তি দেওয়া হয়। তদন্ত চলাকালীন মুম্বই শহরের একটি হাসপাতালে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল পায়রাটিকে। জানা যায়, পায়রাটিকে আটক করার সময় তার গায়ে চিনা ভাষা লেখা ছিল। পুলিশ পাখিটির বিরুদ্ধে চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে। তদন্তের পর সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছে। ২০১৬ সালে পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে একটি পায়রা আটক করেছিলেন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ওই পাখির শরীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেওয়া একটি চিরকুট পাওয়া গিয়েছিল। ২০১০ সালে একই অঞ্চলে পায়ে পাকিস্তানি ফোন নম্বর-লেখা রিং পরা অবস্থায় একটি পায়রা আটক করা হয়েছিল।
  • Link to this news (আজকাল)