• ‌কুয়াশার দাপট বঙ্গে, ফের কমতে পারে তাপমাত্রা
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট। যার ফলে ট্রেন চলছে দেরিতে। ব্যাহত বিমান চলাচল। ঘন কুয়াশার জেরে গঙ্গাসাগরে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ যাওয়ার ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কুয়াশার দাপট রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার সতর্কতা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলবে রোদের। বাড়বে রাতের তাপমাত্রা।এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে ফের তাপমাত্রা কমতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। আগামী দু’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। তার পর আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত হাওয়া অফিসের। হতে পারে বৃষ্টিও। হাওয়া অফিস জানিযেছে, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতা–সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভিজতে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকা। কালিম্পঙে সামান্য বৃষ্টি হতে পারে সোমবার। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। 
  • Link to this news (আজকাল)