• শনিতে হাওয়া বদল, আগামী সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস; তবে কি শীত বিদায়?
    আজ তক | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • West Bengal Weather: নিম্নচাপের বৃষ্টি শেষেও পারদ চড়েই। গায়েব ঠান্ডা। প্রায় গোটা রাজ্যেই চারদিন ধরে বিক্ষিপ্তি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো আজ অর্থাৎ শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির কারণে কনকনে ঠান্ডা অনেকটা কমে গেছে। রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে, তবে কি শীত বিদায়? কী বলছে আবহাওয়া অফিস?

    শীতের দাপট এই মুহূর্তে আর নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার রাজ্যের একাধিক জেলা  সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে শীত নয় ফের বৃষ্টির ভ্রূকুটি শুনিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে ফের ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা।

    কোথায় বৃষ্টির পূর্বাভাস?
    আগামী সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও। আগামী ৫ তারিখ পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আছে।

    শীতের বিদায়? 
    শীত রাজ্য থেকে বিদায় নেবে কিনা সে প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন কলকাতা-সহ রাজ্যে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। 

    কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির বেশিই আছে। তা আগামী কয়েকদিন একই থাকবে। খুব একটা হেরফের হবে না। বাতাসে আর্দ্রতা থাকবে। ফলে না শীত, না গরমে অস্বস্তি বাড়তে পারে।
  • Link to this news (আজ তক)