• Success Story: গগনভেদী সাফল্যের অবিশ্বাস্য শিখর স্পর্শ! ভারতীয় রেলের অহঙ্কার এই বাঙালি! বিদেশেও তুমুল কদর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • Success Story:

    সৃজনশীল কাজের প্রতি ছোট থেকেই তাঁর অদম্য ঝোঁক। তুলি আর রঙে নতুন কিছু সৃষ্টি করাই তাঁর নেশা। কোথাও অঙ্কন প্রতিযোগিতা বা প্রতিমা তৈরি দেখলেই দাঁড়িয়ে পড়তেন তিনি।

    লিলুয়া ওয়ার্কশপে অফিস সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত শঙ্কর তালুকদার। শৈশব থেকেই মন দিয়ে ছবি এঁকে চলেছেন। স্লেট-পেন্সিলেই হোক বা পরবর্তীকালে ক্যানভাসে জল রং বা তেল রঙে তুলির টানেই হোক, তাঁর অঙ্কিত সমস্ত প্রতিকৃতিই যেন কথা বলে। একেবারে জীবন্ত ও বাস্তবধর্মী। BSC পাশ করার পরে ছবি আঁকার প্রতি এই অদম্য উৎসাহ তাঁকে নিয়ে যায় আর্ট কলেজের দোরগোড়ায়। তারপর ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ভিজ্যুয়াল আর্টে প্রথম শ্রেণি-সহ ৫ বছরের ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হওয়ার পরে চাকরির চেষ্টা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)