Lk Advani Interview: মুখোমুখি আদবানি! বাজপেয়ীর পর ফের বিজেপির কেউ ‘ভারতরত্ন’! প্রচারের আলোয় বিজেপির ‘মার্গদর্শক’
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Lalkrishna Advani Interview:
২০০৯ সালে লোকসভা নির্বাচনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এলকে আদবানি। তিনি এখন আর বিজেপির নেতা নন। শেষ ছিলেন বিজেপির মার্গদর্শক মণ্ডলীর নেতা। কিন্তু, তার অনেক আগে, ২০১০ সালেই আদবানি তাঁর রথযাত্রার পরিণতি সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। সেবছর ছিল, আদবানির সোমনাথ-অযোধ্য রথযাত্রার ২০তম বার্ষিকী। সেবছরই আদবানি বলেছিলেন, তাঁর রথযাত্রার এমন পরিণতি হবে জানলে, কিছুতেই রথযাত্রা করতেন না। তবে, সংঘের সঙ্গে আদবানির বিবাদ বেধেছিল জিন্নাহর প্রশংসা করা নিয়ে। সেই ব্যাপারেও ২০১০ সালে তাঁর সাক্ষাৎকারে অটল থেকেছেন আদবানি। তাঁর ধারণা, গেরুয়া শিবির জিন্নাহর বিবৃতিতে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি সুযোগ হাতছাড়া করেছে। আদবানির এই সাক্ষাৎকার নেন বন্দিতা মিশ্র ও সৌভিক চক্রবর্তী। তার মধ্যে বন্দিতা মিশ্রের নাম শুনেই তিনি চিনতে পেরেছিলেন। আদবানি বলেছিলেন, ‘যিনি রাহুল গান্ধীর সাক্ষাৎকার নিয়েছেন, তিনি?’