LK Advani: স্বয়ংসেবক থেকে বিজেপির শীর্ষ পদ, নানা বিতর্ক- একনজরে আদবানির যাত্রা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Bharat Ratna LK Advani:
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) থেকে ভারতীয় জনতা পার্টি, দেশের সর্বোচ্চ রাজনীতি- লালকৃষ্ণ আদবানির দীর্ঘ রাজনৈতিক যাত্রায় একাধিকবার বহু উত্থান-পতনের সাক্ষী। শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে আদবানিকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হবে। সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘তাঁকে (লালকৃষ্ণ আদবানি) ভারতরত্ন প্রদান করা আমার জন্য খুব আবেগপূর্ণ মুহূর্ত। জনজীবনে আদবানিজি-র দশক-ব্যাপী সেবা, স্বচ্ছতা এবং সততার প্রতি অটল প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত, রাজনৈতিতে যা একটি অনুকরণীয় মান স্থাপন করেছে।’