• Thalapathy Vijay: এবার তামিল রাজনীতিতে সিনে দুনিয়ার আরেক সুপারস্টার, বিজয়ের ক্ষমতা দখলের সম্ভাবনা কতটা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • তামিল ভাষায় তিনি ‘থালাপতি’। আদরের এই নামের অর্থ কমান্ডার। বিজয়কে এই নামেই ডাকেন তামিল সিনেমাপ্রেমী জনতা। তামিল সংস্কৃতিতে সিনেমা থেকে রাজনীতিতে পা রাখার ঘটনা নতুন কিছু না। সেই তালিকায় এবার নাম লেখালেন বিজয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) তিনি তাঁর রাজনৈতিক দল, তমিজহাগা ভেট্রি কাজগাম চালু করার কথা ঘোষণা করলেন। এর আগে জয়ললিতা, কিংবদন্তি এমজি রামচন্দ্রন (এমজিআর)-কে সিনেমা থেকে তামিল রাজনীতিতে পা রাখতে দেখেছে দেশবাসী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)