ল্যাপটপে ফুটে উঠল অপরূপ শিল্পকর্ম। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে একজন ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে ল্যাপটপে স্প্রে রঙ এবং আগুনেরত শিখা দিয়ে এক অপরূপ শিল্পকর্ম তৈরি করতে দেখা গিয়েছে। শিল্পীকে কয়েক মিনিটের মধ্যে একটি সাধারণ ল্যাপটপে নতুন রুপ দিতে দেখা যায়।