• নির্বাচনের আগে পাকিস্তানে কমিশনের কার্যালয়ে বিস্ফোরণ
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী ৮ ফ্রেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন। ঠিক তার আগে করাচিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটল। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। পাক পুলিশ জানিয়েছে, কিছু সন্ত্রাসবাদী কার্যালয়ের পার্কিং এলাকায় বিস্ফোরক সমেত একটি প্লাস্টিকের ব্যাগ রেখেছিল। এদিকে, বিস্ফোরণের পর গোটা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত পাকিস্তান। বিভিন্ন শহরে হিংসার ঘটনাও ঘটছে। তার মধ্যেও আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। 
  • Link to this news (আজকাল)