• যশস্বীর পর দাপট বুমরার, ৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়েসওয়ালের কীর্তিতে প্রায় চারশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত। প্রথম ইনিংসে রোহিতদের রান ৩৯৬। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। চা-পানের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১৫৫। এখনও ২৪১ রানে পিছিয়ে। ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনেই চার উইকেট হারায় থ্রি লায়ন্স।‌ ফিরে যান টপ ফোর। ক্রিজে রয়েছেন জনি বেয়ারস্টো (২৪) এবং বেন স্টোকস (৫)। এটাই ইংল্যান্ডের শেষ ব্যাটিং জুটি। এরপর বেন ফোকাস ছাড়া কোনও প্রসিদ্ধ ব্যাটার নেই। ইংল্যান্ডকে লড়াইয়ে টিকিয়ে রাখতে অধিনায়কোচিত ইনিংস খেলতে হবে স্টোকসকে। এই জুটিই ব্রিটিশদের শেষ ভরসা। বিশাখাপত্তনামে দ্বিতীয় দিনের শুরুতেই দ্বিশতরান করেন যশস্বী জয়েসওয়াল। তাঁর ব্যাটে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় ভারত। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। প্রথম উইকেটে ৫৯ রান যোগ করেন জাক ক্রলি, বেন ডাকেট জুটি। বাজবল স্টাইলেই খেলে ইংল্যান্ডের ওপেনাররা। ৭৮ বলে ৭৬ রান করে ক্রলি ফিরে যাওয়ার পর দ্রুত জোড়া উইকেট হারায় ইংল্যান্ড। রান পাননি জো রুট (৫)। শুরুটা খারাপ করেননি অলি পোপ। কিন্তু সেট হয়েও ২৩ রানে ফেরেন প্রথম টেস্ট জয়ের কারিগর। বুমরার বলে বোল্ড হন তিনি। গুরুত্বপূর্ণ দুটো উইকেট তুলে নেন ভারতীয় পেসার। বেয়ারস্টো-স্টোকস জুটির ওপর নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। 
  • Link to this news (আজকাল)