• প্রত্যাবর্তন' না প্রথম জয়' আজ কীসের সাক্ষী থাকবে যুবভারতী'...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একটি দলের লক্ষ্য প্রত্যাবর্তন। অন্য দলের প্রথম ডার্বি জয়। অবাক হচ্ছেন? এটাই সত্যি। চলতি মরশুমে জোড়া ডার্বি জিতলেও এখনও আইএসএলে ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল। তিন বছরে ভাড়ার শূন্য। টানা আট ডার্বিতে আধিপত্য বিস্তার করেছে মোহনবাগান। অশ্বমেধের দৌড় থামান কার্লেস কুয়াদ্রাত। দায়িত্ব নিয়েই ডুরান্ড কাপে ডার্বি জেতান। সদ্য সুপার কাপের বড় ম্যাচেও জয়। এবার ডার্বি জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন দেখছে লাল হলুদ সমর্থকরা। আজ আবার সেই আবেগের ডার্বি। বাঙালির চিরন্তন লড়াই। ঘটি-বাঙাল, ইলিশ-চিংড়ির যুদ্ধ। তবে এসবের উর্ধ্বে পরিসংখ্যানের লড়াই দুই কোচের কাছে। চ্যালেঞ্জ সুপার সিক্সে থাকার। যা শুধুমাত্র ডার্বিতেই আটকে নেই। মাত্র ১৪ দিনের ব্যবধানে দুটো বড় ম্যাচ হলেও, আজকের ডার্বির মাহাত্ম্য অনেক। হারের হ্যাটট্রিক দিয়ে বছর শেষ করেছিল মোহনবাগান। সুপার কাপেও ব্যর্থতা সঙ্গী। মাঝে কোচ বদল। এসেছেন আইএসএলের সবচেয়ে সফল কোচ। দ্বিতীয় ইনিংসে প্রথম সাংবাদিক সম্মেলনেই আন্তোনিও হাবাসের হুঙ্কার, আমি কোনওদিন ডার্বি হারিনি। এসবের মধ্যেই ডার্বি দিয়ে আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। সুপার কাপের ডার্বি কার্যত একতরফা ছিল। কিন্তু এবার যে মোটেই সহজ হবে না জানেন কুয়াদ্রাত। লিস্টন কোলাসো এবং আশিস রাই ছাড়া সবাই থাকছে। ফিরছেন আনোয়ার। সব বিদেশিকেই পাওয়া যাবে। সেখানে মাত্র চার বিদেশি নিয়ে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই খাতায় কলমে শক্তিশালী মোহনবাগান। তবে ডার্বিতে কেউই ফেভারিট নয়। সুপার কাপ জেতায় আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে লাল হলুদ শিবির। গোলের মধ্যে রয়েছেন ক্লেইটন সিলভা। দুই স্প্যানিয়ার্ডের মগজাস্ত্রের লড়াইয়ে হয়তো কিছুটা হলেও এগিয়ে কুয়াদ্রাত। তবে হাবাসের অলউইন রেকর্ডও মাথায় রাখতে হবে। সব মিলিয়ে আরও একটি রুদ্ধশ্বাস এবং রোমাঞ্চকর ৯০ মিনিট দেখার অপেক্ষায় বাংলার ফুটবলপ্রেমীরা। 
  • Link to this news (আজকাল)