• দ্বিশতরান যশস্বীর, তাঁর ব্যাটে প্রথম ইনিংসে ৩৯৬ রান ভারতের ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যশস্বীর ২০০। অভিষেক টেস্টে শতরানের পর এবার দ্বিশতরান যশস্বী জয়েসওয়ালের। জীবনের প্রথম। ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছেছিলেন। বশিরের বলে পরপর ছয় এবং চার মেরে দ্বিশতরানে পৌঁছে যান। দুর্দান্ত ইনিংস। ২৭৭ বলে দুশোয় পৌঁছে যান বাঁ হাতি। ইনিংসে ছিল ৭টি ছয়, ১৮টি চার। অর্থাৎ টেস্টেও নিজের স্বমহিমায় ছিলেন ভারতীয় ওপেনার। হায়দরাবাদে পরের দিন সকালে ব্যাট করতে নেমে শতরানে পৌঁছতে পারেননি। কিন্তু এদিন কোনওরকম ভুল হয়নি যশস্বীর।‌ প্রথম দিনের শেষে ১৭৯ রানে অপরাজিত ছিলেন। ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান ছিল ভারতের। শনিবার সকালে ঠাণ্ডা মাথায় অ্যান্ডারসন, বশিরদের সামলে দ্বিশতরানে পৌঁছে যান। ভারতের ইনিংসকে একাই টানেন তরুণ ওপেনার। বাকিদের মধ্যে শুভমন গিল এবং রজত পাতিদার ছাড়া কেউ ৩০ এর গণ্ডি পেরোতে পারেনি। তবে সেট হয়েও অল্প রানের মধ্যে ফেরেন এরাও। একা কুম্ভ রক্ষা করেন যশস্বী। একদিকে ক্রমাগত উইকেট পড়তে থাকলেও ঘাবড়ে যাননি। নিজের খেলাই খেলেন। তাঁর ব্যাটে ভর করে চারশোর কাছাকাছি পৌঁছে যায় ভারত। ২৯০ বলে ২০৯ করে আউট হন যশস্বী। তিনি ফেরার পর শেষ দুই উইকেটে ১৩ রান যোগ হয়। ৩৯৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।
  • Link to this news (আজকাল)