• মমতার ‘৪০ আসন’ কটাক্ষের জবাব দিল কংগ্রেস
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জোট শরিক কংগ্রেস লোকসভা নির্বাচনে ৪০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছিলেন মমতা ব্যানার্জি। কংগ্রেস এবার তার জবাব দিল। শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘‘আমরা আশা করছি, উনি এখনও বিরোধী জোট ‘ইন্ডিয়া’রই সদস্য এবং ওঁর দাবি অনুযায়ী, উনি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন।’’ রমেশ আরও বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াই করাই প্রধান কাজ। আমরাও তা-ই চাই। তাই মনে হয় আমাদের যা করার তা একজোটে করা উচিত। কারণ মনে রাখতে হবে এই নির্বাচন কোনও স্থানীয় নির্বাচন নয়।’’সম্প্রতি মুর্শিদাবাদের সভা থেকে মমতা বলেছিলেন, তিনি কংগ্রেসকে বাংলায় দু’টি আসন দিতে চেয়েছিলেন। মালদহে ওই দু’টি আসনে কংগ্রেসকে জিততে সাহায্য করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। মমতা বলেছিলেন, ‘‘ওদের আরও সিট চাই। কিন্তু তা হবে না। বাংলায় তৃণমূল একা লড়বে। একটি আসনও কাউকে ছাড়বে না। কংগ্রেস একা লড়ুক ৪২টি আসনে।’’ মমতার ওই মন্তব্যের পর যদিও হাল ছাড়েনি কংগ্রেস। শুক্রবার ধর্না মঞ্চে মমতার ‘৪০ আসন’ কটাক্ষের কয়েক ঘণ্টা আগেই রাহুল নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘বাংলায় জোট নিয়ে আলোচনা চলছে। আসনরফার সমস্যা শীঘ্রই মিটবে।’’
  • Link to this news (আজকাল)