• সোমবার শক্তিপরীক্ষা চম্পাই সোরেনের
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সদ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চম্পাই সোরেন। এবার বিধানসভায় শক্তিপরীক্ষার পালা। সোমবার হবে এই শক্তিপরীক্ষা। তবে তাঁর আগেই শুরু হয়েছে রিসর্ট পলিটিক্স। ৪০ জন বিধায়ককে ইতিমধ্যেই রাখা হয়েছে একটি সুরক্ষিত স্থানে। শক্তিপরীক্ষার আগে যাতে ঘোড়া কেনাবেচার রাজনীতি না হয় সেজন্যেই এই ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। লোকসভা নির্বাচনের আগে ঝাড়খণ্ডের এই পরিস্থিতি যথেষ্ট শোরগোল ফেলেছে জাতীয় রাজনীতিতে। ঝাড়খণ্ডের বিধানসভায় ৮১ টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে লাগবে ৪১ টি আসন। ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর জানিয়েছেন, সকল বিধায়কদেরই সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী হিসাবে ডাকার জন্য রাজ্যপালকে ধন্যবাদ। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীই এখন ঝাড়খণ্ডে রয়েছেন। মীর আরও বলেন, বিজেপি ঝাড়খণ্ডের সরকার গঠনে বাধা দিতে পারে। তাই আগে থেকেই তাঁরা সতর্ক। তাই ফের ফিরেছে রিসর্ট পলিটিক্স।    
  • Link to this news (আজকাল)