• দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছল ক্রাইম ব্রাঞ্চ। শনিবার সকালে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের অফিসাররা পৌঁছন মুখ্যমন্ত্রীর বাসভবনে। বিজেপি আম আদমি পার্টির বিধায়কদের মোটা টাকার বিনিময়ে কিনে নিতে চাইছে। এই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এরই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতে মুখ্যমন্ত্রীর বাসবভনে এসেছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশের আধিকারিকরা। শুক্রবার এই মর্মে আম আদমি পার্টির মন্ত্রী অতীশির বাড়িতেও যান ক্রাইম ব্র্যাঞ্চের আধিকারিকরা। যদিও অতীশি সেই নোটিশ স্বীকার করেনি বলেই খবর মিলেছে। অরবিন্দ কেজরিওয়ালও এই জিজ্ঞাসাবাদের নোটিশ গ্রহণ করেননি বলে খবর। গত সপ্তাহে দিল্লির শাসকদলের বিধায়কদরে ২৫ কোটি টাকায় কিনে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। কেজরিওয়ালের দাবি ছিল দিল্লির সরকার ফেলতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। নিজের এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। আপের মন্ত্রী অতীশি বলেন, অপারেশন লোটাস ২.০ শুরু করেছে বিজেপি। এবার দিল্লির সরকার ফেলার চেষ্টা করা হচ্ছে। আপের এই অভিযোগের পরই নড়েচড়ে বসে বিজেপি। ৩০ জানুয়ারি বিজেপি নেতা সচদেবার নেতৃত্বে একটি বৈঠক হয়। এরপরই তাঁদের প্রতিনিধি দল দিল্লি পুলিশের দ্বারস্থ হয়। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁরা তদন্তের দাবি করেন।
  • Link to this news (আজকাল)