• ‌পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণায় কাতর ‌শিক্ষিকা, ভর্তি করা হল হাসপাতালে...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ শনিবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। পরীক্ষা শুরু হয়েছিল বেশ ভালভাবেই। কিছুক্ষণ পরেই বিপত্তি। পরীক্ষার গার্ড দিতে আসা শিক্ষিকা হঠাৎই প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার পরীক্ষা শুরুর আধঘন্টা পরে হুগলির চুঁচুড়া নারী শিক্ষামন্দির স্কুলে। এদিন ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। নির্বিঘ্নেই পরীক্ষা শুরু হয়। হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা অর্পিতা মল্লিক। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুল্যান্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই শিক্ষিকা। চুঁচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা ওই শিক্ষিকা জানিয়েছেন, অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই তিনি এদিন ডিউটি পালন করছিলেন। শুক্রবারও তিনি মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিয়েছেন। এদিনও তাঁর কোনও অসুবিধে ছিল না। পরীক্ষা চলাকালীন হঠাৎই তিনি স্কুল ঘরে অসুস্থ হয়ে পড়েন। রক্তক্ষরণ শুরু হয়। তারপরেই স্কুলের তরফে তাঁকে নিয়ে যাওয়া হয় ইমামবাড়া হাসপাতালে। খবর দেওয়া হয় শিক্ষিকার পরিবারের সদস্যদের। অন্যদিকে নির্বিঘ্নে মিটল মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা খুব খুশি। পরীক্ষার্থীদের খুশিতে খুশি অভিভাবকরাও।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)