• ‌বেপাত্তা শাহজাহানকে ফের তলব ইডির, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার ইমেল মারফত তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে তল্লাশিতে গিয়ে তাঁর বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে এসেছিল ইডি। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেদিন থেকেই নিখোঁজ শাহজাহান। এর পর ২৪ তারিখও সেখানে গিয়ে ইডি তল্লাশি চালায়। শাহজাহানের তালাবন্ধ বাড়ির সামনে তাঁকে ইডি দপ্তরে হাজিরার নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়। কিন্তু সেই নোটিশেও সাড়া দেননি সন্দেশখালির তৃণমূল নেতা। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি। এর পরে কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানান শাহজাহান। আইনজীবী মারফত ওই আবেদন আদালতে জমা পড়ে। ইডি কিংবা পুলিশ এখনও তাঁর নাগাল পায়নি। আদালত শাহজাহানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার অনুরোধ শোনেনি। শনিবার এই মামলার শুনানি রয়েছে। শাহজাহান যাতে আগাম জামিন না পায়, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি। আদালতে শনিবার শুনানির সময় ফের একবার নিজেদের যুক্তি সাজাতে চলেছে ইডি। এসবের মধ্যেই ফের দ্বিতীয় নোটিশ পাঠানো হল শেখ শাহজাহানকে।
  • Link to this news (আজকাল)