• শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পুরোপুরি যুক্ত পার্থ চ্যাটার্জি: সিবিআই...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আড়ালে বসে গোটা দুর্নীতিতে মদত জুগিয়েছেন পার্থই, দাবি সিবিআইয়ের।শনিবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জিকে ভার্চুয়ালি ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। এদিন তাঁর জামিনের শুনানি ছিল। সেখানেই সিবিআই জানায়, “কাকে নিয়োগ করা হবে আর কাকে বাদ দেওয়া হবে সবই ছিল পরিকল্পনা। যাঁরা সঙ্গ দিতেন না তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হত। বাড়িতে বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল। দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন পার্থ চ্যাটার্জি। অপরাধ এমনভাবে করতেন যাতে ‘পিকচারে’ না থাকেন।”সিবিআইয়ের আরও দাবি, “শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে। একজন চিকিৎসক কোনও একটা ভুল করলে একজন রোগীর ক্ষতি হয়। কিন্তু এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে, তাতে সমাজ কোন দিকে যাবে তা ঠিক নেই ভবিষ্যতে। পরিস্থিতি কখনও মিথ্যে কথা বলে না। পরিস্থিতি দেখাচ্ছে বর্তমান ছবি।”পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী অবশ্য দাবি করেন পার্থ যাঁদের সরিয়েছেন বলে সিবিআই দাবি করছে পরে তাঁদেরই খোদ সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ‘‘সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটেও পার্থ চ্যাটার্জির নাম ছিল না।’’  
  • Link to this news (আজকাল)