• ১০০ দিনের কাজে ২১ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য, বড় ঘোষণা মমতার
    আজ তক | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • রেড রোডে ধর্নার দ্বিতীয় দিনে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চিত শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকারই, বললেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের জন্য আর অপেক্ষা করা হবে না বলে জানালেন তিনি। মমতা জানালেন, ১০০ দিনের কাজের ২১ লক্ষ বঞ্চিত শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা জানালেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে তাঁদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার।

    এদিন ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, '১০০ দিনের কাজটা ম্যান্ডেটরি ছিল দিল্লির সেটা দেয়নি। যাদের ঘর পাওয়ার কথা ছিল, তাদের ঘর দেয়নি প্রতিদিন বিজ্ঞাপন দেখছি ৮০ কোটি লোককে বাড়ি দিয়েছে। কিন্তু বাংলায় ৫৪ লক্ষ মানুষ কিছুই পাননি। মিথ্যা বলায় জুড়ি নেই। টাকা দিয়ে খবরের কাগজে ছাপা হরফে ওরা মিথ্যা বলছে। এতদিন সেই টাকাটাও দিয়ে দিলে, যাদের ঘর, আর বাংলার ২১ লক্ষ শ্রমিক, যারা ১০০ দিনের কাজ করেছে, এতদিনে সেই প্রাপ্য টাকা তারা পেয়ে যেত।'
    মুখ্যমন্ত্রী বলেন, 'আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুরকে, যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১ ফেব্রুয়ারি, তাদের টাকা, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে।'
    প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অক্টোবরে এই প্রতিশ্রুতিই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, '১০০ দিনের টাকা কেন্দ্রীয় সরকার না দিলে রাজ্য সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে।' তিনি বলেছিলেন, 'আরও ৬ মাস দেখব। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা না দিলে মে মাসে রাজ্য সরকারই এই টাকা দিয়ে দেবে।'
  • Link to this news (আজ তক)