• ফের নামবে পারদ, শিলাবৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার বড় বদল
    আজ তক | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • ধীরে ধীরে ফের পারদ নামছে কলকাতায়। তবে জাঁকিয়ে শীতের আমেজ অধরাই। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল শনিবারের সকাল। তবে বেলা গড়াতে রোদের দেখা মিলেছে। গতকালের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে শহরে পারদ আরও কিছুটা নামবে। অন্য দিকে, রাজ্যের কয়েকটি জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। 

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৫৯ শতাংশ। 

    কোথায় বৃষ্টির পূর্বাভাস?

    আগামী সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। সোমবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মধ্যে সোমবার দার্জলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। 

    শীত কি ফিরছে?

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন কলকাতা-সহ রাজ্যে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমবে। তার পরে আগামী ৩ দিনে আবার ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ৩ দিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। 

    কোথায় কত তাপমাত্রা? 

    শনিবার দার্জিলিঙে পারদ নেমেছে ২.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ৮.৬ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৫.১ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১১.৫ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।  শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৪ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

     
  • Link to this news (আজ তক)