• ইন্ডিয়া জোটে বিরাট জট, খাড়গের কথায় 'একলা চলার' ইঙ্গিত !
    ২৪ ঘন্টা | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তবে কী ইন্ডিয়া জোটের উপর আস্থা নেই কংগ্রেসের। একের পর এক শরিক সমস্যা তৈরি করায় বিপাকে জাতীয় কংগ্রেস। জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, বাংলার একাই লড়বে তৃণমূল কংগ্রেস। সেখানে বারবার রাহুল গান্ধী সহনশীল পদক্ষেপও ছবি বদলাতে পারেনি। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেস সভাপতি যা বললেন তাতে কি খানিকটা স্পষ্ট হল কংগ্রেসের 'একলা চলো'-র অবস্থান। ়

    মমতার পাশাপাশি আগেই আপ জানিয়েছে পাঞ্জাবে তারা একাই লড়বে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান স্পষ্টতই জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে জোটের তাদের প্রয়োজন নেই। কেরালায় রাজনীতির বাধ্যবাধকতার কারণে সেখানেও আসন সমঝোতা হবে না তা নিয়ে সন্দিহান দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার মল্লিকার্জুন খাড়গে বললেন, 'কাওকে বিশ্বাস করা যাবে না। আমাদের ঘরে ঘরে যেতে হবে। কংগ্রেসের জন্যই লড়তে হবে।' ইন্ডিয়া জোট প্রসঙ্গে এদিন মল্লিকার্জুন খাড়গে বলেন, 'আমরা চেষ্টা করেছি, কিন্তু পরে কী হবে তা কারও জানা নেই। আমরা কাউকে বিশ্বাস করতে পারব না। আমাদের সবার জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। আমাদের কংগ্রেসের জন্য লড়াই করতে হবে। এটা জনগণের হাতে।' 
  • Link to this news (২৪ ঘন্টা)