বড় ঘোষণা মমতার ! ১০০ দিনের কাজে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে রাজ্যই
২৪ ঘন্টা | ০৩ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেড রোডে মমতার ধরনার দ্বিতীয় দিনেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লাগাতার ধরনায় মমতা। সেখান থেকেই লোকসভা ভোটের আগে মমতার ঘোষণা, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হবে না। কেন্দ্রের কাছে ভিক্ষা নয়, ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে মমতা সরকার। ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন তিনি। বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণের সুর বাঁধলেন মমতা। পাশাপাশি আবাস প্রকল্প নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
২৫ মাস টাকা আটকে রেখেছে কেন্দ্র। মমতার তোপ, আমরা ভিক্ষে চাই না। বকেয়া টাকা মেটানোর আশ্বাস দিয়ে তাই এদের অ্যাকাউন্টেই টাকা দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। এমনকী সংখ্যালঘুদের বাড়ি প্রথমে বানিয়ে দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে মমতা বলেন, আবাসনের ১১ লক্ষ ‘ক্লিয়ার করেও করেনি’। মমতা জানান, 'আবাসনেরটা আমি আজকে বলব না। ঠিক টাইমে বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না।' আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ। সেখানেই বাকি শ্রমিকদের বকেয়া মেটানো নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। শনিবার তাঁর ধরনামঞ্চে দেখা গেল দিল্লির প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদবকে। আপ ছেড়ে তিনি নিজের রাজনৈতিক দল খুলেছেন। মোট বকেয়ার পরিমাণ ৬ হাজার ৯০৭ কোটি টাকা। প্রসঙ্গত, বিগত ৪৮ ঘণ্টা ধরনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতা শহরে আম্বেদকারের মূর্তির নিচে ধরনায় বসেছেন তিনি।