ফের গর্ভবতী ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। বেশ কিছুদিন ধরেই এনিয়ে জল্পনা চলছিল। তবে, সেসব নিয়ে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারের কেউ কোনও মন্তব্য করেননি। ফলে, জল্পনা আরও বাড়তে থাকে। এই জল্পনার সূত্রপাত বিরাট কোহলির অনুপস্থিতিকে ঘিরে। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে কোহলি প্রথম দুটি ম্যাচে অনুপস্থিত। পরে, জানা যায় যে তিনি দলের কাছে ছুটি চেয়েছেন। সেইমত ছুটিও পেয়েছেন।
তার মধ্যেই আবার ইংল্যান্ডের কাছে ভারত হায়দরাবাদের প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়ায় জল্পনার পারদ চড়তে শুরু করে। রটে যায়, বিরাট কোহলির মা অসুস্থ। সেই কারণেই তিনি ছুটি নিয়েছেন। যদিও তাঁর ভাই বিকাশ কোহলি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, সেই জল্পনা সম্পূর্ণ মিথ্যে। তাঁর মা সম্পূর্ণ সুস্থই আছেন। তাঁদের পরিবারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করায়, বিরাটের অনুরাগীদের ধন্যবাদও জানান বিকাশ কোহলি।